সোমবার, ১১ মার্চ, ২০১৩

সোনাদিয়া দ্বীপ




সোনাদিয়া দ্বীপ



মহেশখালী উপজেলার অর্ন্তগত হোয়ানক ইউনিয়নে অবস্থিত সোনাদিয়া দ্বীপটির আয়তন ৯ বর্গকিলোমিটার। অপরূপ  সৌন্দর্যের আধার এ দ্বীপ ককসবাজার শহর থেকে ৭ কিলোমিটার দূরে সাগর গর্ভে অবস্থিত। এর প্রাকৃতিক সৌন্দর্য ভ্রমন পিপাসু জনগণকে ব্যাকুল করে তোলে। এটি দেশের প্রধান শুটকি মাছ উৎপাদন কেন্দ্র। এখানকার ম্যানগ্রোভ  বন এবং উপকহলীয় বনভূমি, সাগরে গাঢ় নীল পানি, কেয়া বন, লাল কাঁকড়া, হরেক রকমের সামুদ্রিক পাখি পর্যটকদের মনে দোলা দেয়। চারদিকে গভীর সমুদ্রের সাগরের ঢেউ সমৃদ্ধ এটি মুলত প্যারাদ্বীপ নামে পরিচিতি। এ দ্বীপে সরকার গভীর সমুদ্র বন্দর করার উদ্যোগ গ্রহণ করেছে। তা ছাড়া এটি জীববৈচিত্রের দ্বীপ নামে পরিচিতি এবং এ দ্বীপ প্রাকৃতিক সুন্দর্য পিপাসুদের জন্য অন্যতম পর্যটন স্থান।www.facebook.com/ronystourinfo

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন